মশার সাথে দেয় আড়ি,
নাম তাই মশারি;
এখন এটা দেয় আড়ি,
সবার বাড়ি বাড়ি।


মশারি টাঙানো নিয়ে চলে যুদ্ধ;
একজন অন্যজনে ক্ষুব্ধ।
বধূ বলে মশারি টানা কর রপ্ত,
নইলে হতে হবে জব্দ।


বর বলে, এ কাজ আমার না;
বধূ বলে, বন্ধ হবে খানা।
বর বলে, ঝগড়া-ঝাটি আর না,
মিলেমিশে হবে টানা।


আড়ি আড়ি আড়ি;
নাম নয় আর মশারি;
নাম তার দিতে পারি,
"বর-বধূ আড়ি"।
তারিখঃ ২০-০৮-২০২২ ইং