দেখতে দেখতে ছয়টি বছর হয়ে গেল পার;
     ভুলে গেছ কি, রাধার কথা তোমার!
          আজও ভাঙ্গলো না তব মান;
          অভিমান বুঝি হিমালয় সমান।
       বারে বারে মনে পড়ে, তোমার কথা;
        নিশিতে জেগে উঠে, হৃদয়ে ব্যথা।
          দিন কেটে যায়, নানা কাজে;
    ঘুমহীন রাতে, ধরা দাও অপরূপ সাজে।
     দিবানিশী তোমারই কথা ভাবি বিরলে;
     তুমি বিনে, প্রতিটা রাত কাটে বিফলে।


   কত সুখ স্মৃতি, উঁকি দেয় মনের মাঝারে;
      হারিয়ে যাই অতীতে, বারে বারে।
   মনে কি পরে, শারদ পূর্ণিমার সেই রাত;
     দিঘির ঘাটে কাটিয়েছিলেম এক সাথ।
অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলে আমার পানে;
  দিঘীরপাড় মুখরিত হয়েছিল আমার গানে।
   প্রথম দেখার স্মৃতিটা, গেছো কি ভুলে;
একটি লাল গোলাপ দিয়েছিলে হাতে তুলে।
   কত সুখ স্মৃতি, এখনো দোলা দেয় মনে;
মনে পড়ে, বাসররাতে কী শপথ করেছি দু'জনে।


     ভুলে গেছ শ্রাবনের বৃষ্টি মাখা সেই ক্ষণ;
  একসাথে, ছাদে বৃষ্টিতে ভিজে ছিলাম দু'জন।
      তারপর কোলে করে এনে বিছানায়;
   লাজে মরে যাই, সে কথা কি ভোলা যায়!
       কত কথা, কত স্মৃতি ভাসে মনে;
  আমার দিন কেমনে কাটে, হায় তুমি বিহনে?
    এক একটা দিন মনে হয় হাজার বছর;
     জানিনা কবে পূর্ণ হবে, আমার ঘর।
  ক্ষমিও মোরে, অপরাধ যদি হয়ে থাকে;
ফিরে এস মনোমন্দিরে, থেকো না পথের বাঁকে।
        তারিখ: ২৮-০৪-২০২৩ ইং;