তোমার অদর্শনে আমি ছিলাম পাগল;
ভুলে যেতাম অংক ইংরেজি ভূগোল।
সদা উদগ্রীব এক নজর দেখবো বলে;
বাড়ির চারদিকে ঘুরতাম নানা ছলে।
ছাদে বাগানে রাস্তায়;
হন্যে হয়ে ঘুরতাম দেখবো তোমায়।

তুমি মিষ্টি হাসি দিয়ে ছুড়ে দিতে ফুল;
পাগল প্রেমিক তাই দেখে হত মশগুল।
ভার্সিটির দিনগুলো যায় কি ভোলা;
আজ মনে হয় সব তোমার ছলাকলা।
পরীক্ষা শেষে আমেরিকা জমালে পাড়ি;
আমার সমাধি পরে গড়লে নতুন বাড়ি।

স্মৃতিরা মনের গহীনে এখনো দেয় হানা;
পারমাণবিক জঞ্জাল মানে না মানা।
সুযোগ পেলেই ঘটিয়ে চলে বিস্ফোরণ;
জানি হবে না সমাপ্তি না হলে মরণ।
কত কথা কত স্মৃতি বিছিয়েছে জাল;
যায় না সরানো ভালোবাসার জঞ্জাল।
তারিখ: ১০-০৬-২০২৫ ইং;