তার নেতৃত্বে অবৈধ অস্ত্রের কারবার;
        সমাজকে করে ছারখার।
   বাছাই করা তরুণদের নেয় দলে;
       তাদের দিয়েই খেলা চলে।
    একবার কেউ পা দেয় এ কলে;
  ফেরার উপায় নেই জীবন রসাতলে।


    হত্যা ধর্ষণ তাদের নিত্যকার কর্ম;
      অর্থ ছাড়া নেই তার কোন ধর্ম।
     পয়সা পেলেই করে সব অপকর্ম;
     সদা চোখে পড়ে থাকে টাকার বর্ম।
           তিনি সব অপরাধের গুরু;
       অপরাধের শেষ নেই আছে শুরু।


        তিনিই মাদকের মাফিয়া ডন;
       টাকাই তার নেশা নেই তার মন।
         সমাজ নিয়ে নেই কোন দায়;
       সমাজে মাদক ছড়ায় নির্দ্বিধায়।
         ধারে না যুক্তির কোন ধার;
     টাকাই লক্ষ্য টাকার জন্য কারবার।