নিত্যকার ব্যবসা চোরা কারবার;
     নেই কেহ তারে ধরিবার।
আইন আদালত কিনে টাকা দিয়ে;
পথ চলে পুলিশ নেতা পকেটে নিয়ে।
   কেহ যদি তার কথা না মানে;
মাথাটা ধর কাটে মেরে দেয় জানে।


জুয়া খেলা তার নিত্যদিনের কারবার;
    ক্যাসিনো ব্যবসাও আছে তার।
            আরো আছে বার;
       বাধা দেয় সাধ্য আছে কার?
      আছে অস্ত্র, পয়সা আছে জনবল;
       বাঁধা দিলে জীবন হবে বিফল।


     নয় সাধারণ সে তো রাজার রাজা;
       শক্তি আছে কার দিবে সাজা?
    জীবন মৃত্যু তার কাছে ছেলে খেলা;
      মানে না সে কারো অবহেলা।
      অঙ্গুলি হেলনে দুনিয়া ছারখার;
     তিনিই এ নষ্ট পৃথিবীর গডফাদার।
        তারিখ: ২০-০৬-২০২৩ ইং;