পিতার পিতা তবে নহে জন্মদাতা;
    দন্ড মুন্ডের তিনিই বিধাতা।
       তার কথাই শেষ কথা;
    তিনিই নষ্ট পৃথিবীর দেবতা।
     নিমিষে করেন সব ছারখার;
     অন্ধকার ঢেঁকে দেয় চারধার।


বিশাল সাম্রাজ্যের তিনি অধিপতি;
     বোঝা কঠিন তার মতিগতি।
মন্ত্রী সেপাই সন্ত্রী সবই আছে তার;
  সশস্ত্র প্রহরী ঘিরে থাকে চারধার।
   তার কাছে ক্ষমার নেই কারবার;
   মৃত্যুই একমাত্র শাস্তি অবাধ্যতার।


  নেটওয়ার্কের বিস্তৃতি দুনিয়া জোড়া;
   কর্মী বাহিনী প্রতিটা রেসের ঘোড়া।
       চারদিকে সর্বদা শেণদৃষ্টি;
     গুলি চলে মনে হয় ঝরছে বৃষ্টি।
       চেহারাখানা কেতাদূরস্ত তার;
    তিনিই এ নষ্ট পৃথিবীর গডফাদার।