পরধনে নাহি সুখ শুধুই দুর্ভোগ;
এটা একটা মানসিক রোগ।
মানব চরিত্রকে করে কলুষিত;
মনকে করে তোলে দূষিত।
মানুষ হয়ে ওঠে লোভী স্বার্থপর;
সদা নজর তার পরের ঘর।
করেনা কার সাথে সদাচরণ;
শান্তি উবে যায় থেকে নিজ মন।


কঠোর পরিশ্রমের সৎ উপার্জন;
প্রশস্ত করে মানব মন।
মানুষ হয়ে উঠে অন্যের আদর্শ;
অনুকরণীয় তার মতাদর্শ।
সৎ সাহসে সে বলিয়ান;
জগৎ মাঝে সেই তো মহান।
পরধন নহে কর্মে হও উন্মুখ
সৎকর্মই মানব জীবনে আনে সুখ।
তারিখ:১০-১২-২০২৩ ইং;