মাঝে মাঝে সব দরজা হয়ে যায় বন্ধ;
হারিয়ে যায় জীবনে চলার ছন্দ।
আলো নেই অন্ধকার চারিধার;
পথও তখন পাইনা খুঁজে বাঁচিবার।
নেই আশা নেই ভালোবাসা;
নিরাশায় ডুবে মন খুঁজে পায় না ভাষা।

গাঢ় ঘন কালো মেঘে ঢাকা আঁধার রাত্রি;
মনে হয় যেন আমি মৃত্যু পথযাত্রী।
চারদিকে শুরু হয় কালবৈশাখী ঝড়;
সব কিছু লন্ডভন্ড ভেঙ্গে যায় সুখের ঘর।  
পাইনা খুঁজে জীবনের অর্থ;
সবকিছু হয় একাকার পাতাল স্বর্গ মর্ত্য।  

তখনও আশার মাঝে বেঁধে রাখি বুক;
কেটে যাবে আঁধার আসবে সুখ।
জীবনটা ঋতুচক্রের খেলা;
প্রচন্ড শীতের পর বসে বসন্ত মেলা।
নহে অমরাপুরি এ ভুবন;
সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন।
  তারিখ: ০১-০৫-২০২৪ ইং;