.
            সুখ-দুঃখ জীবনেরই অংশ;
এটাই বিধির বিধান, এর কোনটাই হবেনা ধ্বংস।
         সুখে আছ বলে, নহে অহংকার;
      চেয়ে দেখ, দুঃখ দাঁড়িয়ে দুয়ারে তোমার।
               ক্ষণকাল পরে আবার;
     ঢেকে দিবে জীবন, অমানিশার কাল আঁধার।
             দুঃখ দেখে হবেনা হতাশ;
   দেরী নাই আর, আসছে সুখের দখিনা বাতাস।


          দুনিয়ায় একজনও, চির সুখী নয়;
  কেহই পারেনি করিতে, জীবনের সব দুঃখ জয়।
           বিল গেটস, বিশ্বের সেরা ধনী;
       স্ত্রীর সাথে ডিভোর্সে ভেঙে যান আপুনি।
        মার্কিন প্রেসিডেন্ট, মহা ক্ষমতা ধরেন;
       তারাই কি সর্বদা, সুখের সাগরে ভাসেন?
                  দেখ চেয়ে একবার;
      ক্লিংটন-ট্রাম্প কেমনে বইছে জীবনের ভার।


               শান্তির বাহক, ধর্মগুরু;
অন্যের দুঃখ করে ধারণ, নিজেরা হয়েছেন মরু।
           রাম, বুদ্ধ, মুসা, মুহাম্মদ, ঈসা;
    সবার জীবন খুঁজে দেখ, মিলবে এর দিসা।
          অর্থ-বিত্ত, ক্ষমতা, আধ্যাত্মিকতা;
  কোন কিছুতেই পাবেনা, স্থায়ী শান্তির নিশ্চয়তা।
          তাই সুখ সুখ করে, নহে হাহাকার;
   ধৈর্য্য ধরে চেষ্টা কর, পাবে নিশ্চয়ই প্রতিকার।
            তারিখঃ ২২-১২-২০২২ ইং;