সুখ! সেতো সোনার হরিণ; ধরা কি তারে যায়?
কেউ সুখী অর্থ বিত্তে; কেউবা সুখী ক্ষমতায়।
নেশাখোরের সুখ মিলে, আকণ্ঠ মদিরা গিলে;
ক্ষুধার অন্ন পেলেই কেবল ক্ষুধার্থের সুখ মিলে।


শিশুর সুখ মাতৃবুকে; কিশোরের সুখ খেলায়;
যৌবনে সুখ, বিপরীত লিঙ্গের সাথী মিলায়।
নব নব রাজ্য জয়ে, রাজা সুখ সাগরে ভাসে;
পাকা ধানের সুবাসে, কৃষক পরম সুখে হাসে।


কোথায় আছে সুখের খনি, ঠিকানা নেই জানা;
তাইতো সবাই সুখের খোঁজে সদা দেওয়ানা।
চিরসুখী হতে চাও, খোঁজ সুখ আপনা মনে;
অন্যের দিকে না চাহিয়ে, তৃপ্ত হও নিজ ধনে।


চিরসুখী সেই জন! নিজ গৃহে যার আবাসন;
মোটা ভাত, মোটা কাপড়ে তৃপ্ত হয় তার মন।
সুখে-দুখে, বিপদে-আপদে সাথী সদা রয় পাশে;
এক সাথে হাসি গানে জীবন তরী তার ভাসে।


চিরসুখী সেই জন! সন্তানেরে যে করেছে মহান;
বিদ্যায়, জ্ঞানে, মানে দশের মাঝে সেরা সন্তান।
সন্তনের সাফল্যের কাছে পরাভূত সেই মহাজন;
শির উচিয়ে বুক ফুলিয়ে পাড়ি দেয় তার জীবন।


চিরসুখী সেই জন! নাতি-নাতনী দেয় বিনোদন;
আসলের চেয়ে সুদেই বেশী মজা, বলে তাই মন।
চিরসুখী সেই জন! যিনি পরপারে পারি জমান;
প্রিয়জনের স্নেহের ছোঁয়ায় তৃপ্ত করে মন-প্রাণ।
        তারিখ: ০৭-০৭-২০২২ ইং