একদা গানে গানে মুখর ছিল মোর ভুবন;
কালবৈশাখী ঝড় ভেঙে দিল মন।
তুমি চলে গেলে ছেড়ে আমারে;
তোমারে হারিয়ে পড়িলাম অথৈ পাথারে।
তারপর জীবন নৌকা বেসামাল;
ছিলনা কেহ শক্ত করে ধরতে নৌকার হাল।
তোমাকে যখন সবচেয়ে ছিল বড় দরকার;
চলে গেলে তুমি ঘরটি করে আঁধার।
যৌবনের সুখ দিয়েছি বিসর্জন;
তবুও তোমার সংসারে ধরতে দিইনি পচন।  


মাঝে মাঝে জীবন নদীতে উঠে সাইক্লোন;
আপন পর খুঁজে পাইনা তখন।
আমাকেই ধরতে হয়েছে শক্ত হাতে হাল।
সন্তানদের জীবন হতে দেইনি বিফল।
অতল সমুদ্র দিয়েছি পারি;
তবুও তোমার সংসার যায়নি ছাড়ি।
ভুলে গিয়েছি সব রাগ অভিমান;  
চাওয়া-পাওয়ার হিসেব করেছি তুচ্ছ জ্ঞান।
    
সংসারের গন্ডি পেরিয়ে এসেছি আজ;
ভার্চুয়াল জগতে নিয়েছি সাজ।
ফিরে পেয়েছি জীবনের বিস্তৃত অঞ্চল;
ছোট্ট খুকুর মত জীবনটা চঞ্চল।
দূর থেকে আসছে ভেসে রাখালী বাঁশির সুর;
জীবন পেয়েছে ফিরে আমার নির্জন দুপুর।
মেঘে ঢাকা আকাশ আজ মেঘমুক্ত;
ফিরে পেয়েছি গোলাপ বকুল শিউলির গন্ধ।
তারিখ: ২৫-১০-২০২৩ ইং;