.     যুগে যুগে মুনি-ঋষিগণ বলে গেছেন ভাই;
      সবার ওপর মানুষ সত্য তাহার উপর নাই।
               সে মানুষ যখন হয় অমানুষ।
       থাকেনা ন্যায় অন্যায় বোধ থাকেনা হুশ।
        কাঁপেনা হাত ভাইয়ে বুকে বসাতে ছুরি;
            অন্যায় অপকর্মে থাকেনা জুড়ি।
         স্বার্থের পরাকাষ্ঠে নিজেরে দেয় বলী;
        রিপুর তাড়নায় আদর্শ দেয় জলাঞ্জলি।


       সৃষ্টির সেরা জীব সে কথা থাকে না মনে।
        ভুলে যায় কোথায় বাস সমাজ না বনে?
      মানবতা ঢেকে যায় লোভ হিংসার আড়ালে;
            মনুষ্যত্ব বাঁধা পড়ে রিপুর জালে।
            হারিয়ে ফেলে বিবেক বুদ্ধি বিচার;
        ন্যায় নীতি ভালোবাসা হয়ে যায় ছারখার।
             মানা যায় না মানবতার এ পতন;
      মানবতার পতন দেখে শিউরে ওঠে বিজ্ঞজন।


    সেইতো মানুষ যে রিপুকে করতে পারে নিয়ন্ত্রণ।
     জাল ছিঁড়ে আসতে পারেন যিনি তিনিই সুজন।
                তারিখ: ২৯-০৯-২০২৩ ইং;