খুঁজে ফিরছ কারে আকাশে বাতাসে;
দশ দিক ঘুরছো ঊর্ধ্বশ্বাসে।
মুনি ঋষি দরবেশ জঙ্গলে আবাস;
পরনে ছেঁড়া বাস।
গ্রহ নক্ষত্র গ্যালাক্সি একাকার;
শত চেষ্টায়ও মিলছে না দেখা তার।


আপনার চেয়ে অতি আপনা যে জন;
তিনি তো তোমা হতে দূরে নন।
কেন তারে খুঁজে ফের আকাশে বাতাসে;
যিনি আছেন তব নিঃশ্বাসে।
চাঞ্চল্য দূরে রেখে উন্মুক্ত করো মন;
নিজে এসেই ধরা দিবেন সেই মহাজন।
তারিখ: ২৫-০১-২০২৪ ইং;