.       ব্যাংককে আছে টাকা কাঁড়িকাঁড়ি;
             ঘরে আছে সুন্দরী নারী।
         আরও আছে প্রাসাদ সম বাড়ি;
        গ্যারেজে আছে দামি দামি গাড়ি।
             তবুও সুখ দেয়না ধরা;
       বিছানায় শুয়ে থাকে যেন আধমরা।


       টেবিলে আছে নানা উপাদেয় খানা;
          দুর্ভাগ্য সব কিছু খেতে মানা।
        আছে মশলাদার মুরগি মাসাল্লাম;
               অম্লদোষ বিধি বাম।
             আরও আছে গরু ভূণা;
       হাই প্রেশার তাই খেলে হবে গুণা।


        আছে নানা পদের মিষ্টির বাহার;
           চলে না রক্তে আছে সুগার।
          দু'টি রুটি সম্বল সকাল রাতে;
           তার বেশি জোটে না পাতে।
              যদি চাও আর একটা;
         খেতে হবে সবার মুখ ঝামটা।


        টাকা-কড়ি গাড়ি-বাড়ি সব ভুল;
               স্বাস্থ্যই সুখের মূল।
          না থাকলে স্বাস্থ্যটা ভালো;
        দিবসে দুনিয়াটা নিকষ কালো।
          স্বাস্থ্যের যত্ন সর্বাগ্রে তাই;
      স্বাস্থ্যই সম্পদ স্বরণে রেখ সবাই।
         তারিখ: ২৭-০৯-২০২৩ ইং;