মনুষ্য হৃদয় মহাসাগরের চেয়েও গভীর;
নিশিদিন কত কথা হৃদয়ে করে ভীর।
হয়তো মাপা যায় মহাসাগরের গভীরতা;
কিন্তু হদিস পাবেনা হৃদয়ের কথা।
স্তরে স্তরে জমা কত স্মৃতি কত কথা;
আবিষ্কৃত হয়নি কোন যন্ত্র রাখে বারতা।
কত দুঃখ প্রিয় হারানো ব্যথা আছে জমা;
কত দুঃসহ স্মৃতির নেই ক্ষমা।
উথলি ওঠে বারে বারে অতি সংগোপনে;
পায়না খবর তার অতি আপন জনে।
কত আনন্দ হাসি গান স্মৃতির বাগান;
মনো মাঝে রয়েছে গাঁথা কত উপাখ্যান।
মানব হৃদয় সুপার কম্পিউটার হার্ডডিস্ক;
হার্ডডিস্ক ক্রাশ হলেও হৃদয়ের নেই রিস্ক।
এই যে এক বিশাল তথ্য ভান্ডার;
নিজে ছাড়া কেউ পারেনা করতে উদ্ধার।
অতি সংগোপনে নীরজনে;
কত সুখ দুঃখের স্মৃতি ভাসে সংগোপনে।
তারিখ: ২৫-০৬-২০২৫ ইং;