জাতীয় মাছ ইলিশ;
                  ভারী মজা খেতে।
ছেলে বুড়ো সবে চায়;
        পান্তা আর ইলিশ পেতে।


ইলিশের নিবাস সাগরে,
            নার্সিং হোম তার পদ্মা;
ডিম পারতে আসে তাই,
        ধরা খেয়ে হয়ে যায় ভর্তা।


মা বাবা সন্তান;
           সাগরে যারা ফিরে যায়;
পরের বছর তারা,
             আবার এসে ধরা খায়।


ইলিশের ছোট্ট বাচ্চা,
            নাম হলো তার জাটকা।
যে ধরবে জাটকা,
              জেলে পড়বে আটকা।


সর্ষে ইলিশের স্বাদে
                জিহ্বায় আসে জল;
যে এটা খায় নাই,
              জীবনটা তার বিফল।


ইলিশ মাছের ডিম,
           আহা খেতে কি যে মজা;
একবার খেয়েছিল তাই,
              বারে বারে চায় রাজা।


জাটকায় মজা নেই,
            বড় ইলিশে দারুণ স্বাদ।
খেতে দিলে খোকা বাবু
           চেটেপুটে খায় সব ভাত।


নিষিদ্ধ সময়ে ধরলে ইলিশ
                সরকার দিবে সাজা।
সব মাছের সেরা মাছ,
        ইলিশ হলো, মাছের রাজা।
     তারিখঃ ০১-১২-২০২২ ইং;