অলিকুল  সদা চঞ্চল,
         মধু লোভে করে আনচান।
ফুলে ফুলে ঘোরে তারা,
          কন্ঠে থাকে গুনগুন গান।


না থাকলে ফুলে মধু,
            নেই সেথা অলির গমন;
শুকিয়ে যায় ফুল,
            হয় না অলির আগমন।


ফুটেছিল লাল পদ্ম,
              রাজার সরোবর মাঝে;
অলিকুল অস্থির,
         ঘুরে চারিধার নানা সাজে।


তারপর একদিন,
            শুকিয়ে ঝরে গেল ফুল;
মধু নাই ফুল মাঝে,
              বিদায় নিল অলি কুল।
      তারিখ: ২৫-০৫-২০২৩ ইং;