মধু মাসে বধু খুশি, নানা ফল চারিধার;
খোকাখুকুর মজা, ফল খায় বারবার।
নানা জাতের ফল সাজানো দোকানে;
গাছে ঝুলে আছে ফল, বাগানে বাগানে।


সব ফলের সেরা ফলের রাজা আম;
রঙিন করে মুখ মিষ্টি ফল কাল জাম।
আছে নানা জাতের আমের সমাহার;
আম দিয়ে তৈরী হয় রকমারি খাবার।


ছেলে বুড়ো সবে খায় আম মজা করে;
শিশুরাও খায় আমের জুস গ্লাস ভরে।
ঝুলে আছে গাছে জাতীয় ফল কাঁঠাল;
প্রতিটা ফল অনেক বড়, দেখতে বিশাল।


আরো আছে ফল নাম তার আনারস;
চারিধারে কাঁটা ভিতরে থাকে মিষ্টি রস।
সুমিষ্ট ফল নাম লিচু খেতে ভারি মজা;
খুশিতে খায় ছেলে-বুড়ো, রাজা-প্রজা।


দোকানে আছে লটকন আরও এক ফল;
অল্প অল্প টক দেখলে জিভে আসে জল।
কাঁচা তালের শাঁস আর খাবে প্রাণ ঠাণ্ডা;
বারোমাসি ফল কলা খেলে ভরে মনটা।


পেয়ারাও পাওয়া যায় ফলের দোকানে;
আপেল, আঙ্গুর, কমলায় তৃপ্তি প্রাণে।
মধুমাসে নানা ফল বাংলার ঘরে ঘরে;
বিলাই সবার বাড়ি আর খাই প্রাণ ভরে।
       তারিখ: ০৪-০৬-২০২৩ ইং;