.
                  আশা আর ভালোবাসা;
          কুঁড়েঘরে গড়ে তোলা যায়, সুখের বাসা।
              নেই আশা, নেই ভালোবাসা;
       বিলিয়ন ডলারেও মিঠেনা হৃদয়ের পিপাসা।
            ভালোবাসা বিনে চলে না জীবন;
      নিরাশায় ডুবে গেলে, মানুষ করে আত্মহনন।
               বাঁচার জন্য অর্থ দরকার;
      তবে স্বপ্ন, আশা, ভালবাসা ছাড়া পাবেনা উদ্ধার।


                  সন্তান, সদা আদরের ধন;
       সে তোমার ভালোবাসার কাঙাল, রাখিও স্মরণ।
              ভালোবেসে তারে বুকে নাও টেনে;
      গভীর স্বপ্ন আর উচ্চ আশা, দাও ঢুকে তার ব্রেনে।
       দেখবে ভালোবাসায় ভরে গেছে, তার ছোট্ট বুক;
             প্রাণে তার বহিছে এক সুগভীর সুখ।
         বুক ভরা আশা নিয়ে, ছুটবে সে স্বপ্ন পানে;
     সাফল্য নিজে এসে দেবে ধরা, তার হৃদয়ের টানে।


                 যদি সুখ স্বপ্ন জাগে মনে;
          জাগাও আশা আর ভালোবাসা প্রিয়জনে।
     কাছে নাও তারে টেনে, দাও বুকভরা ভালোবাসা;
            ভাসাও প্রেমতরী, নিয়ে সুগভীর আশা।
        হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কর আরাধনা;
      ধৈর্য আর চেষ্টা গুণে, পূরণ হবে তোমার সাধনা।
        তবেই সত্যি হবে স্বপ্ন, থাকবে না কোন ভয়;
         সুখ-স্বপ্ন, আশা আর ভালবাসার হবে জয়।
                 তারিখ: ০৭-০২-২০২৩ ইং;