মানব জীবন স্বপ্নভঙ্গের প্ল্যাটফর্ম;
নিদ্রায় জাগরণে হাজারো স্বপ্ন দেখে মনে।
নিশি ফুরলে রাতের স্বপ্ন হয় শেষ;
দিবার স্বপ্নরা বাসা বাঁধে মনে, সাংগোপনে।


কত রঙিন স্বপ্ন দোলা দেয় মনে;
নিশিদিন মনের পর্দায় ঢেউ তুলে আনমনে।
পাড়ে এসে বারি খেয়ে ভেঙ্গে যায়;
শান্ত দিঘির জলের মতো, গোপনে গোপনে।


রঙ্গিন স্বপ্নরা মনে করে খেলা;
তাই নিয়েই মানুষ বেঁচে থাকে সারা বেলা।
ছুটে চলে গ্রহ থেকে গ্রহান্তরে;
এন্টার্কটিকায় উড়িয়ে দেয় সাধের ভেলা।


স্বপ্নে মানুষ মঙ্গলে বাঁধে বাসর;
হয়ে যায় রাজা মহারাজা, এই দুনিয়াটার।
নিমিষে বধ করে, সব শত্রু তার;
নানা রঙ্গে রাঙ্গিয়া নেয়, জীবনের চারিধার।


মানুষের মন স্বপ্ন সাধের বাসর;
কিছু স্বপ্ন তাদের পায় বাস্তবতার আভরণ।
বাকিরা মন মাঝে ঘুরোপাক খায়;
এভাবে একদিন, সব স্বপ্নের হয়ে যায় মরণ।
        তারিখ: ০৭-০৩-২০২৩ ইং;