পৃথিবীতে দেখতে পাবে বহু আশ্চর্য জিনিস;
সেখানে পাবে না মনের হদিস।
মনের চেয়ে আশ্চর্য নাহি কিছু দুনিয়ায়;
অতি আশ্চর্য সৃষ্টি করেছেন বিধাতায়।
আটলান্টিকেরও আছে তলা;
মনের পাবে না তলা মনটা বড়ই উতলা।


বিশ্বব্রহ্মাণ্ড মাঝে আলোর গতি সর্বোচ্চ;
মনের গতির কাছে একেবারে তুচ্ছ।
মুহূর্তে মন যায় লক্ষ আলোকবর্ষ দূরে;
চন্দ্র-সূর্য গ্রহ-নক্ষত্র বেহেস্ত-দোযখ ঘুরে।
মন সর্বত্র করে বিচরণ;
সাধ্য আছে কার এ গতি করে নিয়ন্ত্রণ?


মনের চেয়ে ক্ষমতাধর কে আছে দুনিয়ায়?
মুহূর্তে মন করে গমন নিষিদ্ধ জায়গায়।  
ভেঙে ফেলে সব বাধা সব নিয়ন্ত্রণ;
মরুভূমিতে পুষ্প বাগান করতে পারে মন।
মনের চেয়ে বড় নহে কোন সুরকার;
মন সাধে নতুন নতুন সুর যখন যা দরকার।


তারপরও মনটা আত্মভোলা বড়ই কাঙ্গাল;
ভালোবাসা খুঁজে সকাল বিকাল।
ভালোবাসা বিনে মনটা মরুভূমি সমান;
প্রস্ফুটিত হয় না ফুল থেমে যায় গান।  
ঠুনকো আঘাতে ভাঙ্গে কাঁচের মতন;
সত্যিই কোমলে কঠিনে গড়া মানুষের মন।
তারিখ: ১৯-০৩-২০২৪ ইং;