তোমাদের বাগানে আমি এক মধুহীন ফুল।
ভ্রমর পানে তাকিয়ে থাকি হয়ে আকুল।
তোমাদের বাগানে আমি এক মধুহীন ফুল।
ভ্রমর পানে তাকিয়ে থাকি হয়ে আকুল।


ভ্রমর ঘোরে আমার চারিধারে বারে বারে,
এত ডাকি তারে আসে না সে আমার ধারে।
ভ্রমর নেচে নেচে যায় আশেপাশে অন্য ফুলে
তাকায় না সে মোর পানে মনেরও ভুলে।


গোলাপের মতো নেই আমার গন্ধ নেই কুল।
তোমাদের বাগানে আমি এক মধুহীন ফুল।
ভ্রমর পানে তাকিয়ে থাকি হয়ে আকুল।


মধু লোভে উতলা মধুকর আসে ফুল মাঝে।
না থাকলে ফুলের মধু কেহ আসে না কাছে।
রঙের এই দুনিয়ায় রঙ ছাড়া কেহ নাহি চায়;
রঙ্গ থাকলেই তো রঙ্গিলা আমন্ত্রণ জানায়।


আমার এই সাদামাটা দেহে রং নেই এক চুল।
তোমাদের বাগানে আমি এক মধুহীন ফুল।
ভ্রমর পানে তাকিয়ে থাকি হয়ে আকুল।


গন্ধে মদির ভ্রমরা ফুলো মাঝে দেয় হানা।
মধু লোভে অস্থির বারে বারে আনাগোন।
আঁধারেই আমি রয়ে গেলাম চিরকাল।
রঙ গন্ধ মধু নাই তাইতো ফিরেনি কপাল।


হতে পারিনি আমি রজনীগন্ধা জুঁই বকুল;
তোমাদের বাগানে আমি এক মধুহীন ফুল।
ভ্রমর পানে তাকিয়ে থাকি হয়ে আকুল।
তোমাদের বাগানে আমি এক মধুহীন ফুল।
ভ্রমর পানে তাকিয়ে থাকি হয়ে আকুল।
তারিখ: ২৩-০৩-২০২৪ ইং;