অনাদরে জন্ম আমার বাড়ির আশপাশ।
মানুষের পদতলে নিত্য আমার বাস।
মাড়িয়ে চলে সদা লোকজন;
কারো কাছে পাইনা আদর আপ্যায়ন।
লোকের লাথিই আমার সম্বল;
বুঝিনা এটা আমার কোন জন্মের কর্মফল?


শীতের শিশির আমার কন্ঠে মুক্তোর হার;
রোদ উঠলেই অস্তিত্ব থাকে না তার।
বাগানে হয় না আমার শোভা বর্ধন;
সবার কাছে অস্পৃশ্য তাই করে বর্জন।
ফুল বাগানে কদাচিৎ হলে আগমন;
মালি তৎক্ষণাৎ সমূলে করে উৎপাটন।


আকাশ আমারে দেয় না কভু হাতছানি;
তাই আঁকড়ে থাকি মৃত্তিকার বুকখানি।
নিভৃতে নিরবে করি গান;
বুকে নিয়ে এক আকাশ অভিমান।
মৃত্তিকা বুকে অবহেলায় আমার বাস;
আমি সবার পদাঘাতে ক্ষতবিক্ষত দূর্বা ঘাস।  
তারিখ: ১৯-০২-২০২৪ ইং;