.      মনে হয় জন্মেছি আমি ভুল সময়ে;
         তাই তো সদা থাকি ভয়ে ভয়ে।
             যদি হয়ে যায় কোন ভুল;
            সবাই এসে ছেড়ে দেবে চুল।
        বন্ধুরা যখন আড্ডা দেয় সবাই মিলে
           ভয়ে চমকে উঠে আমার পিলে।
            নিঃসংকোচে চাপা মারে তারা;
       এ কাজ কখনোই হবে না আমার দ্বারা।


        তাল সুর নেই সারাদিন গায় গান;
            শব্দ দূষণ যায় বুঝি কান।
            ঘুষ খোরের গগনচুম্বী বাড়ি;
       পিছনে পিছনে ঘুরে তার কত নারী।
         আমার বড় চাকরি বেতন ভারী;
           তবু বাস করি ভাংগা বাড়ি।
          সারাদিন বউয়ের মুখ ঝামটা;
      পেড়ে খেতে ব্যর্থ নিজ গাছের আমটা।


       কারণে অকারনে বসকে মারে তেল;
       এ কাজে দেয়না সাড়া আমার দেল।
          ভোটের সময় নেতার আশ্বাস;
         নির্বাচিত হলে দেয় অঝোরা বাঁস।
          মিথ্যা বলাটা এখন একটা আর্ট;
           নইলে হারাতে হবে রাজ্যপাট।
          পদে পদে জোটে শুধুই অপমান;
      তাই বলি এ যুগে আমি বড়ই বেমানান।  
              তারিখ: ০৭-০৯-২০২৩ ইং;