.       'নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ';
               বঙ্গ দেশের পুরাতন রঙ্গ।
          দেশের মালিক সত্যি কী জনগণ;
               নাকি এক ধরনের প্রহসন।
            চলে ক্ষমতার লড়াই দলে দলে;
                গণ আধিকার রসাতলে।
           ঘোলা পানিতে চলে মৎস্য শিকার;
              ফুলে ফেঁপে ওঠে ব্যবসাদার।
               দশ টাকার মাল পনর টাকা;
            জনতার ভাগ্য মন্দ পকেট ফাঁকা।


       যেভাবে পারি ক্ষমতা আমার চাইয়ে চাই;
              ন্যায় অন্যায় বুঝি না ভাই।
                 আমরা দেশের বীর;
        দরকার হলে আনবো বিদেশি কুমির।  
              দেশের যদি বন্ধ হয় শ্বাস;
             তবুও ঢুকাবো অঝোড়া বাস।  
         প্রয়োজনে দেশবাসী থাকবে উপাস;
           নইলে খাবে ভাতের বদলে ঘাস।
          ফকিন্নিদের কথা ভাবার সময় নাই;
       যেভাবে পারি ক্ষমতা আমার চাইয়ে চাই।
               তারিখ: ২৫-০৯-২০২৩ ইং;