লক্ষ চাঁদকে বিলায় আলো একটি মাত্র তারা;
মূল্য নাই চাঁদের তারার আলো ছাড়া।
উজ্জ্বল তারা চার দিকে আলো তাপ ছড়ায়;
তবেই তো প্রাণীর জীবন রক্ষা পায়।
নিজ আলোয় উদ্ভাসিত করতে চাই চারিধার;
নিজ দায়িত্বে নিতে চাই জগতের ভার।
সবাই বলবে ধন্য তুমি সালাম জানাই;
আমি জগতে তারা হয়ে আলো জ্বালাতে চাই।  
তারিখ: ০৬-০৩-২০২৪ ইং;