হে পৃথিবী! তব বাহু ডোরে পড়েছি বাঁধা;
ভুলিতে পারি না এ যে বড় ধাঁধা।
আকাশের চাঁদ সূর্য গ্রহ তারা;
দেখে দেখে হয়ে যাই পাগলপারা।
তোমার বায়ু জলে বাঁচে প্রাণ জুড়ায় মন;
ভোলা যায় না কভু সুনীল গগন।
বৃক্ষরাজি এমনকি দূর্বা ঘাস;
তোমাদের সাথে এতদিন করেছি বাস।
তোমার নদী নালা সবুজ দিগন্ত;
সাগর মহাসাগর নেই যার কোন আদি অন্ত।


ফুল ফল ফসলের মাঠ ঘন সবুজ বনানী;
সকলের কাছে আমি চির ঋণী।
পাখির কলতান বাউলের গান সব চিনি
ভুলতে পারি না আমার কবিতা খানি।
স্ত্রী পুত্র-কন্যা আত্মীয় পরিজন।
পশু-পাখি লোকজন সব আমার স্বজন।  
আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ;
সবাইকে নিয়ে রয়েছি আমি বেশ।
জানি শোধিতে পারিব না কারো ঋণ;
তবু থেকে যেতে ইচ্ছে করে আরো কিছুদিন।    
তারিখ: ০৩-০৩-২০২৪ ইং;