সাপের বিষাক্ত নিঃশ্বাসে দূষিত বাতাস;
কেমনে নিব নিঃশ্বাস।
অফিস আদালত দোকানে নেই স্বচ্ছতা;
সর্বত্রই মানুষ ঠকানোর বারতা।
কেহ শোনে না নীতিকথা;
নীতিকথা এ যুগে বড়ই বাতুলতা।
সততার নাম এখন মূর্খতা;
কেহ এ যুগে শোনে না সৎ লোকের কথা।  


লজ্জারা লজ্জিত হয়ে চলে গেছে নির্বাসনে;
সগৌরবে বলছে কথা মিথ্যা ভাষণে।
প্রকাশ্যে ঘুষ খায় বড় গলায় কথা কয়;
মনে হয় যেন করছে রাজ্য বিজয়।
লজ্জা ভুলে গেছে নর-নারী;
সর্বত্রই অশ্লীলতা রাস্তা অফিস বাড়ি।  
এসব কান্ড দেখে বিধাতাও লজ্জা পায়।
নিরুপায় বিবেক দেশ থেকে নিলেন বিদায়।


অভিজ্ঞতার মূল্য নেই টাকাই এখন সব;
ভাবটা এমন টাকা দিয়ে কিনবে রব।
বয়স্কদের প্রতি নেই সম্মান ভালোবাসা;
বৃদ্ধ নিবাসে তাদের বাসা।
বিদ্যা এখন কেনাবেচার পণ্য;
বিদ্যা বেচে এক শ্রেণীর বেনিয়া ধন্য।
সইতেও পারিনা করতেও পারিনা তিরস্কার;
এ পৃথিবীতে বড়ই ভুল সময়ে জন্ম আমার।
তারিখ: ০১-০৩-২০২৪ ইং;