.        টানা টানা দু'টি চোখ কাজল কালো;
       ইশারায় ডাকছে কাছে মায়াবী আলো।
             বাঁকা চোখ দিচ্ছে হাতছানি;
       এসো কাছে করবো দান হৃদয় খানি।
            গ্রহণ কর সখি আমার অর্ঘ্য;
       দু'জনে মিলে গড়ব মোরা সুখের স্বর্গ।

        মেঘ কালো এলো চুল করে উদাসী;
             নাকটা যেন শ্যামের বাঁশী।
         ঠোঁটতো নয় দু'টো কমলার কোয়া;
            ডাকে কাছে চায় একটু ছোঁয়া।
             ইচ্ছে করে মুখে পুরে নেই;
       আদরে আদরে জীবনটা ভরিয়ে দেই।    


         গায়ের রঙখানা দুধে আলতা মাখা;
            শিল্পীর নিপুন তুলিতে আঁকা।
         কেঁড়ে নেয় চোখের ঘুম উদ্ধত বুক;
           জড়িয়ে বুকে দিবে কি সর্গসুখ?
             চল হারিয়ে যাই তেপান্তরে;
       শহর বন্দর লোকালয় ছেড়ে বহু দূরে।


         সুখে দেব ভরে তোমার দেহ মন;
           সারা রাত জড়িয়ে রব দু'জন।
           তুমি মমতাজ আমি শাহজাহান;
       সুখের তাজমহল করবো তোমার দান।
         বাহু ডোরে ধরা দাও কর আলিঙ্গন;
       এসো দু'জনে মিলে হয়ে যাই একজন।
             তারিখ; ২৯-০৮-২০২৩ ইং;