.
         শিক্ষক, তুমি মানুষ গড়ার কারিগর;
    নির্মাণ করেছ তুমি, এই সমাজের ভিত্তিপ্রস্তর।
          অসহায় শিশুকে দাও, অক্ষর জ্ঞান;
     এ শিশুই বড় হয়ে করে যায়, জাতি নির্মাণ।
         তোমার হাত ধরেই সভ্যতার প্রসার;
    জাগ্রত বিবেক তুমি, পৃথিবীর সমাজ সভ্যতার;
                 অনন্য তুমি শততায়;
     সবার সেরা তুমি, সাহস আর নৈতিকতায়।


    আদিকাল থেকে চলছে, তোমার এ আরাধনা;
           এখনও কমতি নেই এ সাধনা।
     তবুও কেন জাতি আজ, হয়ে গেছে উতলা?
      যুব সমাজ কেন তবে আজ, আত্মভোলা?
           মরণ নেশায় কেন তারা আধমরা;
          আগ্নেয়াস্ত্র কেন তাদের হাতের ধরা?
           সমাজে কেন আজ, এত অনাচার?
     হিংসা আর পরকীয়ায় ছেয়ে গেছে চারিধার।


    ঘুষ, দূর্ণীতি, স্বার্থপরতায় ভরে গেছে দেশটা।
             জানিনা কোথায় এর শেষটা?
        সমাজ থেকে নির্বাসিত মানবিকতা;
   অন্যায়ের মাঝে খোঁজা হয়, জীবনের সার্থকতা।
          এসব দেখে হৃদয়ে জাগে ব্যথা।
  ছাত্ররা বই ফেলে সংকীর্ণ রাজনীতি জালে বন্দী;
      তরুণ রক্ত করছে অন্যায়ের সাথে সন্ধি।
           খেলার মাঠে নেই যুবা কিশোর;
সবাই তারা স্মার্টফোনে, দিনভর রয়েছে বিভোর।


   নৈতিকতা আদর্শের বাণী আজ, নিভৃতে কাঁদে;
        জাতি আজ বন্দী, অনিয়মের ফাঁদে।
এখান থেকে জাতিকে রক্ষায়, চাই যোগ্য শিক্ষক;
              যারা হবে জাতির রক্ষক।
             ন্যায় দণ্ড হাতে উন্নত শির;
     কোথায় আজ লুকিয়ে আছ হে জাতীয় বীর।
              ইস্রাফিলের শিঙ্গা বাজাও;
    ক্লাশ রুম ছাত্রছাত্রীর পদভারে, ভরিয়ে দাও।


  নীতি আর আদর্শের বাণী, ছড়িয়ে দাও দশ দিক;
   অন্যায় অবিচারের দীক্ষায়, করে তোল নির্ভীক।
             আত্মকেন্দ্রিকতা ভুলিয়ে দাও;
          ঊনসত্তরের মত মিলনের গান গাও।
               জাগিছে তোল তারুণ্য;
  যুবসমাজকে করে তোল, জ্ঞানে আদর্শে অনন্য।
         কোথা তুমি হে আদর্শবান শিক্ষক;
  আস বেড়িয়ে নাও দায়িত্ব, হও জাতির রক্ষক।
           তারিখঃ ১৮-০১-২০২৩ ইং;