যদি এমন হতো-
সরকার ও বিরোধী দল মিলেছে একসাথে;
দেশের উন্নয়নের কাজ করছে হাতে হাতে।
যদি এমন হতো-
আমাদের দেশে একটাও ভিক্ষুক নেই আর;
লোক খুঁজে পায় না যাকাত ফেতরা দেবার।
যদি এমন হতো-
দেশ খুঁজলে পাবেনা আর একটাও মাস্তান;
সবে করে কাজ আর মনের সুখে গায় গান।
যদি এমন হতো-
বাংলাদেশ ড্রাগের অভিশাপ মুক্ত এক দেশ;
যুবসমাজ বইয়ের মাঝে করছে মনোনিবেশ।
যদি এমন হতো-
নিয়মিত দিচ্ছে ট্যাক্স এ দেশের সব জনগণ;
ঘুষ নেবে না সরকারি কর্মচারী করেছে পণ।
যদি এমন হতো-
বিচারের জন্য অপেক্ষা নহে আর বহু বছর;
সকল অভিযোগের রায় হবে বছরের ভেতর।
যদি এমন হতো-
যানজট মুক্ত ঢাকায় আমাদের সুখের বাস;
শব্দ দূষণ নেই নির্মল বায়ুতে নেই নিঃশ্বাস।
যদি এমন হতো-
দেশে বিদ্যুতের লোডশেডিং নেই একেবারে;
সবাই মহা সুখে আছে গ্রামে শহরে বাজারে।


যদি এমন হতো - তাহলে বল কেমন হতো?


            তারিখ: ০৫-০৬-২০২৩ ইং;