প্রকৃতি বিধাতার সুনিপুণ হাতের সৃষ্টি;
তাকালে ফেরানো যায় না দৃষ্টি।
ফসলের মাঠ বৃক্ষরাজি বন বনানী;
প্রাণী তরে সৃজীত হয়েছে জানি।  
দিবসে দিয়েছে সূর্যালোক কর্ম সাধনে;
রাতের অন্ধকার ঘুমের কারণে।
দিয়েছে নির্মল বাতাস;
তাইতো আমরা নিতে পারি নিঃশ্বাস।
পিপাসা নিবারণে দিয়েছে পানি;
এভাবে প্রাণীকুলের বাঁচিয়েছে জীবনখানি।


খাল-বিল নদী-নালা সাগর-মহাসাগর বৃষ্টি;
পাহাড়-পর্বত অকারণে হয়নি সৃষ্টি।
মাটির অভ্যন্তরে দিয়েছে সুপেয় জলাধার;
কী দারুণ আয়োজন তৃষ্ণা মিটাবার।
ধরণী মাঝে লক্ষ প্রাণীর বাস;
জীব-জড় সবার নিতে হয় শ্বাস।
মানব কল্যাণ তরে সৃষ্টি হয়েছে তারা সবাই;
তাদের সবার রক্ষার দায়িত্ব নিতে হবে তাই।
নইলে নষ্ট হবে প্রকৃতির ভারসাম্য;
নিজেদের অকল্যাণ হতে পারে না কার কাম্য।


কর যদি প্রকৃতির উপর অন্যায় অত্যাচার;
প্রকৃতি নিবে না তার দায়ভার।
রুষ্ট প্রকৃতি নিবে তার কঠোর প্রতিশোধ;
সহজসাধ্য হবে না করা তার প্রতিরোধ।
দিতে পারে রোগশোক মহামারি বণ্যা খড়া;
আরো দিতে পারে নতুন ধরনের জ্বরা।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিতে হবে দায়িত্ব;
যদি চাও মানব সভ্যতার স্থায়িত্ব।
সময় থাকতেই ফেরাতে হবে সবার হুশ;
প্রকৃতি না বাঁচলে বাঁচবেনা সৃষ্টির সেরা মানুষ।
তারিখ: ২৩-১২-২০২৩ ইং;