মাথা থেকেই শুরু হয় মাছের পচন;
ছোটবেলা থেকে শুনছি এ ভজন।
মাছ কিনতে তাই কান উল্টিয়ে দেখা;
ছোটবেলায় বাবার কাছে শেখা।
সমাজপতির চরিত্র যখন নষ্ট;
সমাজের পচন দিবালোক তুল্য স্পষ্ট।


আমরা জানি রাজার দোষে রাজ্য নষ্ট;
প্রজা সাধারণের বারে কষ্ট;
বিদায় নেয় শ্রেষ্ঠ চারদিকে ঘোরে দুষ্ট;
দেখে বিধাতাও হয় রুষ্ট।
সারা রাজ্য জুড়ে চলে হাহাকার;
সময় নেই রাজার প্রজা পানে তাকাবার।  


চারদিক আচ্ছন্ন হয়ে যায় ঘন তমশায়;
সৎ লোক করে শুধু হায় হায়।
ন্যায় নিষ্ঠা সমাজ থেকে নেয় বিদায়;
কেহ নিতে নাহি চায় সমাজের দায়।
চাটুকারের আসর বসে রাজ সভায়;
ন্যায় শান্তি কল্যাণ রাজ্য থেকে নেয় বিদায়।