পিতা-মাতার ঘরে জন্ম নেয় অবোধ সন্তান;
শিক্ষক করেন তাদের জ্ঞানবান।
সেই শিক্ষক যদি হয় দুরাচার শয়তান;
তার কাছে শিক্ষার্থী পাবেনা সঠিক জ্ঞান?
শিক্ষায় না যদি হয় চরিত্র গঠন;
অসম্ভব দেশ জাতি আর সমাজের উন্নয়ন।


শিশু শিক্ষার্থী আজ ধর্ষিত শিক্ষক দ্বারা
যৌনাঙ্গে ফিনকি দেয় রক্তের ধারা।
বেশি নাম্বারের লোভের ফাঁদ পাতে শিক্ষক;
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর দেহ করে ভোগ।
মনে হয় আমরা নরকের যাত্রী;
দিবসে ঘনিয়া আসে তিমির কালো রাত্রি।


শিক্ষকের কাছে ছাত্রী যখন নহে নিরাপদ;
চারদিক ঘন তমসা মহা বিপদ।
স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়;
সর্বত্র ছড়িয়েছে নৈতিকতার চরম অবক্ষয়।
শিক্ষক চরিত্র যদি হয় অবনমন;
কখনই সম্ভব নয় জাতীর চরিত্রের উন্নয়ন।