শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়;
বিদ্যা-জ্ঞানের মহাসমুদ্র বলা হয়।
সর্বোচ্চ আসনে অধিষ্ঠান,
ভাইস চ্যান্সেলর মহাজ্ঞানী মহাবিদ্যান।  
তার দুর্নীতির খবর আসে পত্রিকায়;
মরে যেতে ইচ্ছা করে অপমানে লজ্জায়।


মানুষের সর্বশেষ আশ্রয়স্থল বিচারালয়;
সেখানে দুর্নীতি খবর মনে জাগে ভয়।
কোথা পাবে মানুষ আশ্রয়?
তবে কি জাতির হবে পরাজয়?
রক্ষক যদি হয় ভক্ষক;
উপায় কি রইলো আর করতে সুখ ভোগ?  


বড় দুঃসময়ে এ দুনিয়ায় আমাদের বাস;
বন্ধ হয়ে যাবে বুঝি নিঃশ্বাস।
চরিত্র গঠনে বিদ্যা যদি হয় ব্যর্থ;
সে বিদ্যার নেই কোন অর্থ।
বিচারালয় যদি হয় নীতি জ্ঞানহীন;
বিধাতাও পারবেনা রুখতে সে দেশের দুর্দিন।
তারিখ: ২৬-০২-২০২৩ ইং;