প্রচারে প্রসার বলেছেন বিপণন স্যার;
কথাটা স্মরণে রাখি বারবার।
তাইতো নিজের ঢোল নিজেই বাজাই;
বারবার একই সুরে গান গাই।
দুনিয়ার মানুষগুলো বড়ই বোকা;
সুরের সুড়সুড়িতে সর্বদা খায় ধোকা।


জন সম্মুখে সেজে থাকি জনদরদি;
ভিতরে আমি চোরা কারবারি।    
অন্যায় অনিয়মের বিরুদ্ধে দেই গালি;
তাই দেখি জনতার পাই হাত তালি।  
সাদা দাড়ি পাঞ্জাবিতে অসাধারণ;
প্রচার নেই সত্যি কথা রয়ে যায় গোপন।


লোকের কাছে প্রচার দরবেশ সাধু বাবা
চিকিৎসার নামে বধুর জঙ্ঘায় দেই থাবা।
সবাই জানে আমি মস্ত সাধু;
জানেনা চুপিচুপি খাই মধু।
জনতার কষ্টে চোখের ঘুম হারাম;
পাচার করি অর্থ এসি রুমে কী আরাম।


পাশ্চাত্যের আছে আধুনিক প্রচার যন্ত্র;
এই যন্ত্রে প্রতিদিন প্রচার করে মন্ত্র।
অন্যায়ের বিরুদ্ধে তাদের অবস্থান;
মানবাধিকারের জন্য জান কোরবান।
সামান্য দানের বড় প্রচার;
বোঝেনা লোকে এটা শোষণের হাতিয়ার।  
তারিখ: ৩০-০১-২০২৪ ইং;