লাল নীল বাতির মাঝে বিষাদের গান;
তারস্বরে শব্দ ফেটে যাবে বুঝি কান।
চলছে রঙিন পানির ফোয়ারা;
সুন্দরীর জীবন সুধা খাটছে ভাড়া।
প্রেম প্রীতি চলছে ওজন দরে বিপণন;  
এটা কী জীবনের গান না ডাকছে মরণ।  


ভালোবাসার খোঁজে বহু জনে করি স্মরণ;
ভালোবাসা পণ্য অর্থ ছাড়া হয়না বিপনন।
সর্বত্রই উঁচু উঁচু দালানের সারি;
রাস্তাঘাটে শুধু গাড়ি আর গাড়ি।
প্রকৃতির এতোটুকু ছোঁয়া পাবে না ঘুরে
লাম্প পোস্ট গুলো হাসছে দাঁড়িয়ে দূরে।
  
বাতাসে নেই অক্সিজেন ভাসছে সীসা;
নিঃশ্বাস নিতে হারাচ্ছে দিশা।
মানুষের মাঝে খুঁজে পাইনা মানবিকতা;
নির্বাসনে গেছে সততা।
অতিথি হয়ে এসেছিলাম এ শহরে;
বড়ই বেমানান লাগছে তোমাদের আসরে।  
তারিখ: ৩১-০১-২০২৪ ইং;