.      দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনের নাভিশ্বাস;
           সন্তানের চাহিদা মেটেনা, শুধুই আশ্বাস।
         পছন্দের শাড়ি না পেয়ে বউয়ের মুখ ঝামটা:
          পারিনা করতে বউয়ের পছন্দের কামটা।
              সকাল বিকাল বস দেয় ঝাড়ি;
           মুখখানা যেন তার কালি মাখা হাড়ি।
                  ফোনে মাতৃ আজ্ঞা পাই;
        শুনবে না কোন কথা, ঈদে বাড়ি আসা চাই।


           সব দেখেশুনে মেজাজটা ভীষণ গরম;
            মনে নয় কাছাকাছি এসে গেছে যম।
           দেশের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রী পার;
              প্রচন্ড রোদে বাইরে বেরোনো ভার।
              রাজনীতিতেও বইছে গরম বাতাস;
                বড়ই কষ্ট হচ্ছে নিতে নিঃশ্বাস।
              প্রচন্ড গরমে জীবন করছে হাঁসফাঁস।
         বিদ্যুতের লোডশেডিং মনে হয় অঝোরা বাঁশ।


            কেউ বলতে পারেনা কোথায় এর শেষ?
           আগামীতে কি হবে, আমাদের পরিবেশ?
               কোথাও নেই একটু আশার আলো;
               চারিদিকে অমানিশার নিকষ কালো
                  জানিনা কেমনে বহিব এ ভার;
          স্রষ্টার কাছে নিবেদন, শক্তি দাও সহিবার।
                    তারিখ: ১৮-০৪-২০২৩ ইং;