অসংখ্য মানুষের ভিড়ে,
            আসল মানুষ খুঁজে পাওয়া দায়;
লোভে ভরা মানুষের মন,
               খাঁটি মানুষ কেমনে পাবে হায়!


স্বার্থের এই দুনিয়াটায়,
              স্বার্থ ছাড়া মানুষ কিছু না চায়;
ভালোবাসা মিছে আশা,
              স্বার্থের কাছে সব কিছু বিকার।
            
টাকার লোভে বিক্রি করে,
           বুকের মাঝে জমানো ভালোবাসা;
প্রেমিকাকে বিকিয়ে দেয়,
                মনের মাঝে থাকে না হতাশা।


নিজের ঈমান বেচে দেয়,
            তুচ্ছ জগতের স্বার্থ লাভের তরে;
ধর্মেরও হয় বেচাকেনা,
              চিন্তা করেনা কি হবে আখেরে!


ভাইয়ের বুকে চালাতে চুরি,
                কাঁপে না নিষ্ঠুর ভাইয়ের হাত;
পরকীয়ায় আসক্ত স্ত্রী,
              স্বামীকে ধরে করে কুপোকাত।


ভুল মানুষের সাথে পরিচয়,
            জীবন ক্ষয়, মানুষ হয় অসহায়;
অগণিত মানুষের ভিড়ে,
            মনের মানুষ খুঁজে পাওয়া দায়।
           তারিখ: ২১-০৪-২৩ ইং;