হাত পা চোখ মুখ মানুষের মত অবিকল;
মানুষের মত নেই হুস আছে শুধু ছল।
স্বার্থপরতাকে করেছে আপন;
মানবতার পরাজয় দেখেও কাঁদে না মন।
মানুষ তারে হায় বলি কেমনে;
ন্যায় নিষ্ঠার লেশ মাত্র নেই যার কর্ম সাধনে।


টাকার কাছে দিয়েছে বিকিয়ে মানবিকতা;
সাধুতা তার কাছে বাতুলতা।
চৌর্যবৃত্তিতে একেবারে সিদ্ধহস্ত;
টাকার পিছনে চলছে ছুটে উদয়-অস্ত্র।  
ন্যায় অন্যায়ের ধারে না ধার;
হয়ে ওঠে তৎপর ঘনিয়ে এলে অন্ধকার।


ঝলমলে কেতাদুরস্ত পোশাকের বাহার;
মনো মাঝে গাঢ় অন্ধকার পাহাড়।
আত্মীয়তার বন্ধন দেয় না দোলা মনে;
একমাত্র আত্মীয়তা পয়সা সনে।
অন্ধকার ঢেকে দিয়েছে চারিধার;
লক্ষজনে আসল মানুষ খুঁজে পাওয়া ভার।  
তারিখ: ২২-০১-২০২৪ ইং;