তারা ভরা আকাশ চাঁদের জোছনা সব তুমি নাও;
আমার দেয়া দুঃখগুলো শুধু ফেরত দাও।
তারা ভরা আকাশ চাঁদের জোছনা সব তুমি নাও;
আমার দেয়া দুঃখগুলো শুধু ফেরত দাও।


আলোয় আলোয় থাকবে ভরা তোমার ঘর;
হাসিতে ভরে উঠুক মিষ্টি মিষ্টি অধর।
আমার ঘরে শুধুই থাকবে আষাঢ়ের বর্ষণ;
আমার ভাঙ্গা ঘরে নাইবা রইল আলোর দর্শন।


ভরা জোছনায় তুমি জীবনের গান গাও।  
তারা ভরা আকাশ চাঁদের জোছনা সব তুমি নাও;
আমার দেয়া দুঃখগুলো শুধু ফেরত দাও।


ভ্রমরের গুন গুন বসন্তের শীতল সমীরণ
ফুলের সৌরভ ভরিয়ে যাক তোমার মন।
আঁধারে ঢেকে যায় যাগগো আমার জীবন।
নাইবা জ্বলল আশার প্রদীপ ভেঙে যায় যাক মন।


তুমি ফিরিয়ে নিয়ে যেও সব যা কিছু পাও।
তারা ভরা আকাশ চাঁদের জোছনা সব তুমি নাও;
আমার দেয়া দুঃখগুলো শুধু ফেরত দাও।


দুঃখের পাহাড় যদি হিমালয়ের চেয়ে বড় হয়;
অশ্রু জলে আরো একটি মহাসাগর সৃষ্টি হয়।
তবুও কোনদিন করবো না কোন অভিযোগ।
তুমি নিরুত্তাপে কারো তব জীবন উপভোগ।


আমার সমাধি পরে তোমার বাসর সাজাও।
তারা ভরা আকাশ চাঁদের জোছনা সব তুমি নাও;
আমার দেয়া দুঃখগুলো শুধু ফেরত দাও।
তারিখ: ১৫-০৩-২০২৪ ইং;