আমাদের বাস এখনো বর্বর আদিম যুগে;
ভারতের মনিপুরের ঘটনা তারই প্রমাণ।
দু'জন নারীকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো হলো।
আহ! কী বীভৎস সে দৃশ্য!
নির্বিচারে দল বেড়ে ধর্ষণ করা হলো নারীকে।
পিচাশদের নগ্ন থাবায় ক্ষতবিক্ষত দেহ-মন।
ভেঙে গেছে আশৈশব লালিত সুখের স্বপন।
অভিযোগ পুলিশের সামনে ঘটেছে ঘটনা।
সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষ হয়েছিল বন্য;
নির্বিচারে করে হত্যা দুই শতাধিক নিরস্ত্র মানুষ।


তবে কিসের এ সভ্যতার বড়াই?
বন্য পশুও প্রয়োজন ছাড়া করে না হত্যা।
অথচ সৃষ্টির সেরা জীবের বীভৎস বর্বরতা।  
নারীকে নয় মানব সভ্যতাকে করা হলো ধর্ষণ।
সভ্যতার উলঙ্গ চিত্র মানব সম্মুখে হল উন্মোচন।
দু'জন নারী ব্যক্তি নয় এ সমাজের প্রতিনিধি।
সমাজকে উলঙ্গ করে করা হলো ধর্ষণ।
সমাজের নিতম্ব জঙ্ঘা স্তন সর্বসম্মুখে হল প্রদর্শন।


সমাজ ছেড়ে বনে যাওয়াই কি নয় উত্তম?
ধ্বংস হয়ে যাক এ মেকি সভ্যতার!
জাগ্রত হোক বিশ্ব বিবেক।
বিচার চাই এ নৃশংস অপরাধের।
এই ধর্ষক ও উলঙ্গকারীকে,
জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে কর বিচার।
নতুবা এটম মেরে উড়িয়ে দাও এই মেকি সভ্যতার।
যে সমাজ সভ্যতা মানুষকে রক্ষা করতে অপারগ।
তারিখ: ১৭-০৮-২০২৩ ইং;