রাজায় রাজায় যুদ্ধ করে;
দুঃখিনী মার সন্তান মরে।
রাজ ভান্ডার পূর্ণতা পায়;
প্রজার বাড়িতে হায় হায়।


যুদ্ধে রাজার শক্তি প্রদর্শন;
বারে ট্যাক্স প্রজার মরণ।
দ্রব্য মূল্যের হয় উর্ধ্বগতি;
প্রজার হয় ভয়ানক দুর্গতি।


রাজার ভুল সিদ্ধান্তের দায়;
সম্পূর্ণ প্রজার উপর বর্তায়।
রাজা সুখে বাইজি নাচায়;  
দুর্ভাগা প্রজা করে হায় হায়।  


রোম পুড়ে হলো ছারখার;
সময় নেই নিরুর দেখবার।
তখনও বাজিয়েছে বাঁশি;
মুখে লেগেছিল তার হাসি।


রাজার ভুল সিদ্ধান্তের বলি;
প্রজার ঠিকানা অন্ধ গলি।
রাজার দোষে হয় রাজ্য নষ্ট;
প্রজার ভাগ্যে লেখা শুধু কষ্ট।
তারিখ: ২২-০৯-২০২৩ ইং;