জনতা বেজায় বোকা সবাই দেয় ধোঁকা;
সড়ে না তবু মাথার পোকা।
মিষ্টি কথায় ভুলে হয়ে যায় তুষ্ট;
বোঝেনা মোটেই লোকটা ভালো না দুষ্ট।
বারে বারে ঠকে যায় তারা;
তবুও তাদের হয়েই খেটে চলে ভাড়া।

নেতা নাকে ঝুলিয়ে দেয় মস্ত মুলা;
কানে গুঁজে দেয় তুলা।
মুলার পিছনে ছুটে চলে জনতা;
নেতার কানে পৌঁছায় না কোন কথা।
জনতা বলে নেতা জিন্দাবাদ;
যদিও জোটে না তাদের পাতে ভাত।  


প্রয়োজনে বলি জনতাই দেশের মালিক;
প্রয়োজন ফুরোলে বুড়ো শালিক।
তবুও জনতার নেই হুশ;
বুঝিনা আসলে তারা রোবট না মানুষ?  
বক্তৃতায় নেতার মুখে ফোটে কথার খই;
যুগে যুগে জনতাই নেতার মসনাদে উঠার মই।
তারিখ: ২৮-১২-২০২৩ ইং;