নীল খামে মোড়ানো চিঠি খানা;
ভিতরে কি আছে           এখনও তাহা নেই জানা।
          নীলার সুন্দর হাতে লেখা ঠিকানা।
ভাবিলাম ভিতরে বুঝি        আছে তার হৃদয় খানা;


            ত্রস্ত হাতে লেফাফা খুলে দেখি;
লেখাছে নীলা, ক্ষমিও,        মোর অপরাধ নিওনা;
            চিঠি হাতে আমি তাকিয়ে থাকি।
মনে মনে ভাবি                এটা তার কোন ছলনা!


             বাকীটুকু পড়তে থাকি এরপর;
আগামী শুক্রবার বিয়ে       তাই যোগাযোগে মানা;
             পিতাকে বাঁচতে হবে, নীলার।
বাধ্য হয়ে প্রেমের কবর         করল নিজেই রচনা।


             বজ্রাহতের মতই বসে থাকি;
কেমনে কাটিবে জীবন            আমার নীলা বিনা!
        পিতৃ ঋণ শোধিতে দিল মোরে ফাঁকি।
দু'চোখে ঝরছে অশ্রু         মানছে না আজ  মানা।


             না ফুটিতে ঝরে গেল ফুল;
আজ ফুলহীন মরু         মোর শ্যামল হৃদয় খানা;
          জীবন খাতায় আজ সবেই ভুল।
সযত্নে রাখিলাম লুকিয়ে      নীলার শেষ চিঠি খান।
             তারিখঃ ২২-১১-২০২২ ইং;