ছোট্ট একটা পতঙ্গ, মৌমাছি নাম তার;
অনেক কিছু আছে, মানুষের শিখবার।
মৌমাছি শৃঙ্খলার এক অনন্য উদাহরণ;
বিচিত্র এই মৌমাছির পুরোটা জীবন।


রানীর কাজ প্রজনন আর সন্তান প্রসব;
পুরুষের কাজ যৌনমিলন আর উত্‍সব।
সৈনিক মৌমাছি নিশিদিন দেয় পাহারা।
আর কোন কাজ নেই তাদের, এ ছাড়া।


বাকী কাজ করে থাকে, শ্রমিক মৌমাছি;
এসব কাজ করে থাকে তারা, নাচি নাচি।
তারা বানায় মৌচাক, দিয়ে শরীরের মোম;
সন্তানের লালন পালনও তাদেরই কাম।

মধু সংগ্রহে তারা, নিরলস পরিশ্রম করে;
বিন্দু বিন্দু করে চাকের খোপগুলো ভরে।
এ কাজ করে তারা, একেবারে বিরামহীন;
শ্রম বিভাজনে এটা এক, অনন্য উদাহরণ।


নিজেদের মাঝে নেই, বিবাদের কোন চিহ্ন;
শৃঙ্খলায় প্রাণী জগতের মাঝে, এরা অনন্য।
জগত্‍ মাঝে মানুষের পরিচয়, সেরা সবার;
তবুও মৌমাছির কাছে আছে, বহু শিখবার।
         তারিখঃ ২১-১২-২০২২ ইং;