চারিদিকে ঘুটঘুটে অন্ধকার;
             তমশায় ঢাকা অমানিশার রাত্রি।
আঁধারে পথ খুঁজে পাওয়া ভার;
              পথ হারিয়ে ঘুরে ফিরছে যাত্রী।


নক্ষত্ররা সব লুকিয়ে আছে
                  ঘন কালো মেঘের আড়ালে।
বাতাস হারিয়ে ফেলেছে গতি;
                   বাধা পেয়ে মেঘের দেয়ালে।


কোথাও আজ নাহি কেহ সজাগ;
             তাদের আক্রমণ রোধ করিবার।
এভাবে চলতে থাকলে কিছুকাল;
                 দুনিয়াটা হবে যাবে ছারখার।


বাতাস প্রবাহিত হোক তীব্র বেগে;
                সরে যাক মেঘোমালা বহুদূরে।
জ্বলে উঠুক নক্ষত্র আপন তেজে;
              জাগ্রত হোক বিবেক নতুন সুরে।


বিতাড়িত কারো জগতের আঁধার;
         কেটে যাক অমানিশার কালো রাতি।
নক্ষত্রের আলো উঠুক আজ জ্বলে;
          প্রজ্জ্বলিত হোক মনে, ন্যায়ের বাতি।
           তারিখ: ০৬-০২-২০২৩ ইং;