হিংসা দ্বেষে ছেয়ে গেছে এ ধরা;
তাই বুঝি বিধাতা দিয়েছেন খরা।
আত্মকেন্দ্রিকতায় ভরেছে মানুষের মন;
খোঁজ নেয় না, কেমন আছে পাশের জন।
দু'চোখে পড়েছে স্বার্থের ঠুলি;
সুযোগ মতো বুকে চালায় গুলি।
সহনশীলতা সেতো বাতুলতা;
সময় নেই ভাবার, সে কথা।
ঝরে গেছে মনের সুকুমার বৃত্তি;
তাইতো পৌঁছায় না কর্ণে, মানুষের আর্তি।


ভালোবাসা;
সে তো মিছে আশা।
গৃহ কোণে গুমরে গুমরে মরে;
ভালোবাসার খোঁজে যেতে হবে জাদুঘরে।
পরমত সহিষ্ণুতা;
এটাতো নির্ঘাত দুর্বলতা।
নিজের ঢোল নিজে বাজায় তাই;
এটাই এ যুগের কালচার ভাই।
মানুষের মূল্যবোধ আর বিবেকের হোক জাগরণ;
খুলে যাক দুচোখ থেকে স্বার্থের আবরণ।
তারিখ: ০১-০৫-২০২৩ ইং;