দেশটা নহে কোন দলের নহে কোন গোষ্টির;
দেশটা আঠার কোটি বাঙালির।
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত পতাকা;
রয়েছে আঠার কোটি প্রাণের ছবি আঁকা।
ফুলে-ফলে ভরা শস্য শ্যামলা জন্মভূমি;
ওগো মাতা লহ লহ হৃদয়ের সালাম তুমি।


স্বাধীনতার সোনালী সূর্য প্রচলিত আকাশে;
স্বাধীনতার সুঘ্রাণ পাই নিঃশ্বাসে।
অর্থবহ করে তুলতে হবে স্বাধীনতা;
তাইতো দরকার আবার একতা।
প্রতি ঘরে পৌঁছাতে হবে স্বাধীনতার সুফল;
অর্থনৈতিক মুক্তি ছাড়া স্বাধীনতা নিষ্ফল।  


শুধু পতাকা আর মানচিত্র নহে স্বাধীনতা;
মৌলিক অধিকারের দিতে হবে নিশ্চয়তা।
অন্ন বস্ত্র বাসস্থান না যদি পান;
কেমনে ধ্বনিত হবে কন্ঠে স্বাধীনতার গান?
শিক্ষা চিকিৎসা দরকার সবার;
যিনি বঞ্চিত তার কাছে মূল্য কি স্বাধীনতার?


বঞ্চিত প্রাণে মুক্তির স্বাদ দিতে হবে তুলে;
দেশের স্বার্থে ভেদাভেদ যেতে হবে ভুলে।
এসো হাতে হাত কাঁধে কাঁধ মিলাই;
মুক্তিযুদ্ধের চেতনায় মিলনের গান গাই।
মিলিত চেষ্টায় দারিদ্র্যের হোক অবসান;
আনন্দে ভরে উঠুক আঠার কোটি প্রাণ।
তারিখ: ২৮-০১-২০২৪ ইং;