যুগে যুগে স্বাধীনতাকামীরা, উত্‍সর্গ করেছে প্রাণ;
দিয়েছে জীবন, তবুও দেয়নি মাতৃভূমির মান।
এক একটি মৃত্যু, তাদের করেছে আরও উদ্দিপ্ত;
হয়নি কভু পিছুপা, হয়েছে ইস্পাতের মতই শক্ত।


রাখতে নিজ দখল, সদা বেপরোয়া হায়েনার দল;
একের পর এক, হত্যা করে ভাবে, হবেই সফল।
নৃশংস ভাবে তাই, স্বাধীনতাকামীদের করে হত্যা;
জমা হয় লাশের স্তুপ, কাঁপেনা আজাদীর আত্মা।


স্বাধীনতার জন্য দিল প্রাণ সিরাজ, টিপু সুলতান;
হিন্দু মুসলিম মিলে, এ দেশের আরও লক্ষ প্রাণ।
আজাদ হিন্দ ফোর্স, সূর্য্যসেন, তীতুমীর, ক্ষুদিরাম;
আরো কত মরে হয়েছে অমর, থামেনি সংগ্রাম।


১৯৪৭-এ ব্রিটিশ নেয় বিদায়; এটা সংগ্রামের ফল,
সে জায়গা দখল করে, পাকিস্তানি হয়েনার দল।
এ যেন, ফুটন্ত কড়াই থেকে জলন্ত উনুনে লাফ।
স্বাধীনতার নামে, তারা বাঙ্গালী মেরে করে ছাপ।


তার পর শুরু হয়, বাঙ্গালীর রক্ত দানের পালা;
বায়ান্ন থেকে সত্তর, ঝরেছে রক্ত, বেড়েছে জ্বালা।
একাত্তরে ত্রিশ লক্ষ প্রাণ, দু'লক্ষ মায়ের সম্মান;
বিসর্জনে বাঙ্গালী রাখে দেশের স্বাধীনতার মান।


স্বাধীনতার জন্য ভিয়েতনাম, বিশ বছর করে যুদ্ধ;
অর্ধ কোটি জীবনের বিনিময়ে, তারা হয়েছে মুক্ত।
মার্কিন পরাশক্তির বিরুদ্ধে, এ যুদ্ধ সহজ ছিলনা;
তবে দেশপ্রেম ও ভালবাসার কাছে, তা কিছুই না।


আদিম যুগ থেকেই লড়েছে বীর, উঁচু করে শির;
কোটি কোটি প্রাণ দিয়েছে বলিদান, হটেনি বীর।
এখনও থামেনি এ সংগ্রাম, থামবে বুঝি সেদিন;
যেদিন মানুষ হবে মানুষের, জালিমের অবসান।